#যুবকের পোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।।
পরিত্যক্ত এলাকা থেকে এক যুবকের দগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। রবিবার ঘটনাটি ঘটে রাজস্থানের শ্রীগঙ্গানগর এলাকায়। যুবকের শরীরে তার পেঁচানো ছিল বলে জানা গেছে। প্রাথমিক ভাবে পলিশের অনুমান যে ওই যুবককে খুন করা হয়েছে। তবে যুবকের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের বয়স ৪০-এর কাছাকাছি। তাঁকে শনাক্তকরণের চেষ্টা চলছে। পুলিশের এক আধিকারিক জানান, ওই যুবককে অন্যত্র খুন করে দেহ লোপাটের জন্য পরিত্যক্ত এলাকায় ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। এলাকা থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।