#যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার দুই অভিযুক্ত।।
বিধর্মে বিয়ে করার দরুণ প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের শাহীননগরে। জানা গিয়েছে, তাঁর শ্বশুরবাড়ির লোকজনই খুন করেছে তাঁকে। জানা গিয়েছে, হায়দ্রাবাদের শাহীননগরে বসবাসকারী দেগবত পবন সিং নামে এক যুবক পাশের গ্রামের এক মুসলিম তরুণীকে বিয়ে করেছিলেন দুই পরিবারের অমতে। এরপর তাঁদের দুই সন্তানও হয়। ভালোই সংসার করছিলেন তাঁরা। কিন্তু বুধবার রাতে হঠাৎই তাঁর স্ত্রীর দুই কাকা মহম্মদ গাউস এবং মহম্মদ সাদ্দাম পবনের বাড়ি এসে পবনকে ডাকাডাকি শুরু করেন। পবন বাড়ি থেকে বেরোতেই দুজন ঝাঁপিয়ে পড়েন ছুরি নিয়ে তাঁর ওপর। এরপর ত্বকে ছুরি দিয়ে আঘাত করা হয়। পবনের স্ত্রী এবং দুই সন্তানকেও ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে। পবন ও তাঁর পরিবারকে উদ্ধার করে স্থানীয় প্রতিবেশীরাই হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পবনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।