#যাত্রা শুরুর আগেই , অন্ধ্রে আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।।
আগামী ১৯ জানুয়ারি অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার এক সপ্তাহ আগে, ট্রায়াল রান চলাকালীনই পাথর ছোড়া হল এই ট্রেনকে লক্ষ্য করে। জানা গেছে, পাথর ছোড়ার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটির একটি কামড়া। বিশাখাপত্তনমের কাঞ্চরাপালেমের কাছে বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের সময় এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এতে ট্রেনের একটি কামড়ার কাচের জানলা ভেঙে গিয়েছে। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এদিন ট্রায়াল রান শেষ হওয়ার পর, বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে মারিপালেমের রেলওয়ের রক্ষণাবেক্ষণ কেন্দ্রে যাচ্ছিল বন্দে ভারত ট্রেনটি। সেই সময় ঘটনাটি ঘটে।
জানা গেছে, সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে আগামী ১৯ তারিখ এই বন্দে ভারত এক্সপ্রেসটির যাত্রার সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনমের মধ্যে চলাতল করবে এই বন্দে ভারত ট্রেনটি। কিছু দিন আগে বন্দে ভারত ট্রেনটি চালু হয়েছে পশ্চিমবঙ্গে। হাওড়া থেকে এনজেপি স্টেশনের মধ্যে চলাচল করছে ট্রেনটি। গত কয়েকদিনে এই ট্রেনটিতেও বেশ কয়েকবার পাথর ছোড়া হয়েছে। ভেঙে গিয়েছে জানলার কাচ।