#মেলায় ‘মত কি কুয়া’ শো চলাকালীন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাইক চালক, আহত ১০ জন।।
পশ্চিম বর্ধমানের সালানপুরে বসেছে মুক্তাই চণ্ডীমেলা। সেই মেলা উপলক্ষে সেখানে এসেছে মনোরঞ্জনের বিভিন্ন খেলা। সে রকমই ‘মত কি কুয়া’ এসেছে ওই মেলায়। এই মত কি কুয়ায় বাইকের খেলা দেখানোর সময়ই এক বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। বাইকটি ছিটকে গিয়ে পড়ে দর্শকদের উপর। এর জেরে বেশ কয়েক জন দর্শক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত ১০ জনের মধ্যে ৯ জনই দর্শক। অপর জন মোটরবাইকের চালক। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। ৬ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। গুরুতর আহত চার জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি বলে জানা গেছে ।
এই ঘটনার পর হুড়োহুড়ি পড়ে যায়। মেলা ছেড়ে পালাতে থাকে মানুষ জন। তবে পুলিশ ও মেলার উদ্যোক্তরা তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সঙ্গে সঙ্গে বড় নাগর দোলনা ও মত কি কুয়া শো বন্ধ করে দেয়া হয়। তবে মেলা স্বাভাবিক রয়েছে বলে জানান উদ্যোক্তারা।