#মাসের শুরু তেই বড় ধাক্কা, বাড়ল গ্যাসের দাম।।
মার্চ মাসের শুরু মানেই শেষের পথে চলতি অর্থবর্ষ। আর অর্থবর্ষ শেষের আগেই দাম বাড়ল রান্নার গ্যাসের। মাসের প্রথম দিনেই বড় ধাক্কা। ফের দাম বাড়ল রান্নার গ্যাসের দাম। বাড়ানো হল ১৪.২ কেজি ও ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। একদিকে যেমন ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে, তেমনই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পিছুও ২৪ টাকা করে মূল্য বৃদ্ধি ধার্য করা হয়েছে। ফলে এবার থেকে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি রান্নার গ্যাস কিনতে খরচ হবে ১১২৯টাকা। ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৬৯ টাকা ৫০ পয়সা। আজ, ১ মার্চ থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
প্রত্যেক মাসের শুরুতেই দেশের ওয়েল মার্কেটিং কোম্পানিগুলি বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দামের পুনর্বিশ্লেষণ করে পেট্রোল-ডিজেল ও এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করা হয়। বিগত দুই মাস ধরে এলপিজি গ্যাসের দাম একই ছিল। তবে এদিন ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২৪ টাকা বাড়ানো হচ্ছে। পাশাপাশি ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বাড়ানো হচ্ছে। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে।