Khabar Aajkal Siliguri

মালদা: মদ্যপান করে বিদ্যুৎ-এর টাওয়ারে উঠে পড়ায় মৃত এক যুবক।।

গাজোল: মদ্যপান করে বিদ্যুৎ-এর টাওয়ারে উঠে পড়ল এক যুবক।।

মালদার গাজোলে এই অবিশ্বাস্যকর ঘটনা ঘটে। সুত্রের খবর অনুযায়ী জানা যায়, মদ্যপ অবস্থায় ৩৩ হাজার ভোল্টের একটি বিদ্যুতের টাওয়ারে উঠে পড়ে এক মূখ ও বধির যুবক।।

তারপরই সেই বিদ্যুৎ তারের সংস্পর্শে আসতেই উপর থেকে ধুম করে নিচে পড়ে যায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই যুবকের।।

মৃত ওই যুবকের নাম মামুন রশিদ (২১)। বাড়ি গাজোলের সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের খোরদোহিল গ্রামে।

এই ঘটনা স্থানীয়দের চোখে আসতেই স্থানীয়রা সেই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।।

হাসপাতাল সুত্রে জানা যায়, মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।।

News Co-Ordinator and Advisor, Khabar Aajkal Siliguri

Related Articles