Khabar Aajkal Siliguri

মালদাঃ পুকুর থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চ্যাঞ্চল্য এলাকায়।।

মালদাঃ পুকুর থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চ্যাঞ্চল্য এলাকায়।।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদা ঋষিপুর অঞ্চলের দেবী নগরের ভাসানকালী বিলের পাসে এক পুকুরে। স্থানীয় সুত্রে ও তার স্ত্রী জানিয়েছেন তার স্বামী গতকাল ১২ টা নাগাদ বাড়ি থেকে বের হয়। সারাদিন খোজাখুজি করেও পাওয়া যায় নি। মঙ্গলবার সকালে খোঁজ করতে গিয়ে তার মাছ ধরার সমগ্রিক পাওয়ার পরে পুকুরে মধ্যে দেখতে পাওয়া যায় তাকে। জানা যায় সেই মৃত ব্যক্তির নাম মানিক চৌধুরী (৪৯) বাড়ি দেবীনগর এলাকায়। পেশায় মাছ ব্যবসায়ী। পুকুরে মৃতদেহ ভেসে থাকার ঘটনায় তরিঘরি মালদা হবিবপুর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রথমে বুলবুলচন্ডী গ্রামিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।।

জানা যায় মৃত মানিক চৌধুরীর বর্তমানে দুই ছেলে এক মেয়ে রয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে পড়েছে মৃতের এলাকায়।।

রিপোর্ট — হক জাফর ইমাম। মালদা।

News Co-Ordinator and Advisor, Khabar Aajkal Siliguri

Related Articles