#মাছ কেনাবেচা নিয়ে বচসা, বাজারেই কুপিয়ে খুন করল এক যুবককে।।
জানা গেছে, তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের বুধইচ গ্রামের যুবক সুমন হাজরা। পেশায় তিনি শ্রমিক। পরিবারে বয়স্ক মা, বাবা ও চার বছরের এক ছেলে ও তিন মাসের এক মেয়ে রয়েছে। প্রতিদিনের মত মঙ্গলবার সন্ধ্যায় কাজ সেরে সুমন শ্যামনগরে আসেন বাজার করতে। অভিযোগ সে সময় শ্যাম নগর বাজারে সুমনের সঙ্গে করঞ্জারার যুবক প্রদীপ মন্ডলের মাছ কেনা নিয়ে বচসা শুরু হয়। এরপরেই আচমকা সুমনকে ধারাল অস্ত্র দিয়ে প্রদীপ খুন করে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাজারে আসা সাধারণ মানুষজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকানপাট। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তপন থানার পুলিশ ঘটনা স্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই মৃত সুমনের বাবা করঞ্জারার প্রদীপ মন্ডলের বিরুদ্ধে খুনে অভিযোগ দায়ের করেন।
তপন থানার পুলিশ রাতেই হত্যায় ব্যবহৃত ধারাল অস্ত্রটি উদ্ধার করেছে। তবে ঘটনার পোর থেকে অভিযুক্ত প্রদীপ মন্ডল পলাতক। ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। বুধবারও শ্যামনগর বাজার এলাকার দোকানপাট ছিল বন্ধ। শোকের ছায়া নেমে আসে শ্যামনগর জুড়ে।