#মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চার জনের।।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চার জনের। মৃতদের মধ্যে দুই বছরের একটি শিশু কন্যা রয়েছে। মঙ্গলবার বিকেলে – পুনে আহমেদনগর মহাসড়কে ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম সুদাম ভোঁধভে (৬৬), সিন্ধুবাই (৬০), কার্তিকি অশ্বিন ভোঁধভে (৩০) এবং আনন্দী অশ্বিন ভোঁধভে (২)। সকলেই বিডের পাটোদা তেহসিলের ডোমারির বাসিন্দা। ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে আহমেদনগর-পুনে মহাসড়ক ধরে একটি গাড়িতে চেপে পুনের দিকে যাচ্ছিলেন ওই চার জন। সেই সময় কারেগাঁওয়ের কাছে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি কনটেনারে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। ঘটনায় গাড়ির চার জনই ঘটনাস্থলে মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিরুর থানা ঘটনাটি খতিয়ে দেখছে। পুলিশ গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে যায়।