#মধ্যপ্রদেশে গভীর কূপে পড়ে যাওয়া ৮ বছরের শিশুর মৃত্যু।।
খেলতে গিয়ে গভীর কূপে পড়ে যাওয়া ৮ বছরের শিশুর মৃত্যু হল। মধ্যপ্রদেশের বেতুল জেলার মান্ডাভি গ্রামের ঘটনা। ঘটনাটি ঘটেছে ৬ ডিসেম্বর । খেলতে গিয়ে তন্ময় সাহু নামে ওই শিশু ৫৫ ফুট গভীর কূপে পড়ে যায়। খবর পেয়ে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স , স্থানীয় পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় উদ্ধারকাজ। তারপর থেকে টানা উদ্ধারকাজ চালানো হয়েছে। চেষ্টার কোনও খামতি রাখা হয়নি, লাগাতার ৬৫ ঘণ্টা ধরে চলেছিল উদ্ধারকাজ।
টানা ৬৫ ঘণ্টার চেষ্টার পর শুক্রবার রাতে তন্ময়ের নিথর দেহ উদ্ধার করা হয় বোরওয়েলের ভিতর থেকে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, পাথুরে মাটি থাকার কারণে দ্রুত খননকাজ চালাতে বেগ পেতে হয় তাঁদের। বেতুল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে শেষ রক্ষা হল না।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৪০০ ফুট গভীর ওই বোরওয়েলের ৫৫ ফুট গভীরে আটকে গিয়েছিল তন্ময়। বিগত চারদিন ধরে সেখানেই আটকে ছিল তাঁর দেহ। বোরওয়েলের ঠিক পাশ থেকেই গর্ত খোঁড়া হলেও, ওই এলাকায় প্রচুর পাথর থাকায় উদ্ধারকাজে সময় লাগে। ৬৫ ঘণ্টা অর্থাৎ প্রায় ৪ দিন ধরে উদ্ধারকাজ চালানোর পর শুক্রবার রাতে তন্ময়ের দেহ উদ্ধার করা হয়। গর্তের ভিতরেই ওই বালকের মৃত্যু হয়েছিল বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে