#মকর সংক্রান্তি উপলক্ষে পুরীর মন্দিরে ভিড় জমায়, হঠাৎই চরম বিপর্যয়।।
দেশ জুড়ে চলছে মকর সংক্রান্তির উৎসব। কিন্তু এই উৎসবের মধ্যেই পুরীতে ঘটে গেল ভয়ানক বিপর্যয়। জানা গেছে, রবিবার সকালে মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে পুরীর মন্দিরে ভিড় জমাতে শুরু করেন পুণ্যার্থীরা। লাগামহীন ভিড়ে পদপিষ্ট হয়ে পড়েন একাধিক দর্শনার্থী। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। উদ্বেগ দেখা গিয়েছে আহতদের পরিবারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মকর সংক্রান্তি উপলক্ষে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রত্যেক বছরের মতন এবারেও ব্যাপক ভিড় হয় পুণ্যার্থীদের। মন্দির খোলা মাত্রই হুড়োহুড়ি করে পুণ্যার্থীরা ভেতরে ঢোকার চেষ্টা করেন আর তাতেই ঘটে যায় অঘটন।
ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন অনেকেই। তাদের মধ্যে দুই পুণ্যার্থী অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে একজন নাবালিকা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে পুরীর হাতাগাদিয়া শাহির বাসিন্দা সুলোচনা শাহু তার শিশু কন্যা দিব্যা শাহুকে নিয়ে মন্দিরে এসেছিলেন। ভিড়ের চাপে দুজনেই পদপিষ্ট হয়ে মাটিতে পড়ে জ্ঞান হারান। তার শিশু কন্যারও শ্বাসকষ্ট শুরু হয়। এই অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও অন্তত আটজন অসুস্থ হয়ে পড়েছেন ভিড়ে পদপিষ্ট হয়ে। প্রত্যেককেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।