#ভুলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে আসে এক ছাত্রী , ত্রাতার ভূমিকায় পুলিশ।।
জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। আর এই ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হল অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা দেওয়া যাবেনা, তা নিয়মের মধ্যেই পড়ে। কিন্তু সেই ভুল করে ফেলল ব্যান্ডেলের লিচুবাগান এলাকার বাসিন্দা তন্নিষ্ঠা কুণ্ডু। তাঁর পরীক্ষার সিট পড়েছে চুঁচুড়ার কাপাসডাঙার সতীন সেন উচ্চ বিদ্যালয়ে। আজকে ছিল জীবন বিজ্ঞান পরীক্ষা। নির্দিষ্ট সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর তন্নিষ্ঠার দেখে তাঁর ব্যাগে অ্যাডমিট কার্ডই নেই। তাড়াহুড়োর মধ্যে ভুল করে বাড়িতে ফেলে এসেছে অ্যাডমিট কার্ড। ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়ে সে।
সেই সময় সাক্ষাৎ দেবদূতের মতো এগিয়ে আসেন চুঁচুড়া থানার এএসআই হিমাদ্রী চক্রবর্তী। হিমাদ্রী চক্রবর্তী ওই পরীক্ষাকেন্দ্রের সামনেই ডিউটিতে ছিলেন আজ। এক মুহূর্ত দেরি না করে তিনি তন্নিষ্ঠাকে বাইকে বসিয়ে সোজা তাঁর বাড়ির দিকে রওনা দেন। বাড়ি থেকে তন্নিষ্ঠা অ্যাডমিট কার্ড নেওয়ার পর তাঁকে আবার সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন হিমাদ্রি বাবু। পুলিশকর্মীর তৎপরতায় ওই ছাত্রী সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যায় এবং জীবনের প্রথম বড় পরীক্ষা নির্বিঘ্নে দেওয়ার সুযোগ পেল। কার্যত পুলিশ কর্মীর এই ভূমিকায় তন্নিষ্ঠার পরিবার তাঁকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এসআই হিমাদ্রি চক্রবর্তীর এই ভূমিকা প্রশংসা পেতে শুরু করেছে সর্বত্র।