#ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি পালন করেন।।
ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে বুধবার এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
সরকারি পয়সায় ছাত্রছাত্রীদের পচা বিরিয়ানি খাওয়ানো এবং তাদেরকে ব্যবহার করে গতকাল শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভায় ডেকে নিয়ে এসে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন এতে ছাত্র-ছাত্রীদের মনের মধ্যে কি প্রভাব পড়ছে তা মুখ্যমন্ত্রী ভাবছেন না। এমন টি বললেন বিধায়ক শংকর ঘোষ। মুখ্যমন্ত্রী সভায় এখন আর লোক হয় না তাই রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীদের ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভার জন্য যে মাঠের ক্ষতি হয়েছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
বুধবার শিলিগুড়ির বাঘাযতীন ময়দান সংলগ্ন রবীন্দ্রনাথের মূর্তির সামনে এক প্রতিবাদ কর্মসূচি পালন করেন ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে। এদিন এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার জেলা সভাপতি আনন্দময় বর্মন, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ অন্যান্যরা।