#ভাড়াবাড়িতে রহস্যজনক মৃত্যু এক মহিলার, ঘটনায় চাঞ্চল্য।।
কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার একটি ভাড়া বাড়িতে এক মহিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। সূত্রের খবর, দক্ষিণ কন্নড় জেলার কোটাপুরা বাসস্ট্যান্ডের কাছে একটি বাড়িতে থাকতেন এক যুগল। সেই বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই স্থানীয়রা ওই যুগলকে দেখতে পাচ্ছিলেন না। এমনকি তাঁদের দরজাও ভেতর থেকেও বন্ধ ছিলনা। এই দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপর বাড়ির ভেতর ঢুকে দেখতে পান মহিলার দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বাথরুমের মধ্যে।
এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশি সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে মহিলার সঙ্গী সেখান থেকে পালিয়ে যায়। নিখোঁজ যুবকের নাম নঈম। পুলিশ মহিলাটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি পলাতক যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ। এই রহস্যজনক মৃত্যুর পেছনের ঘটনা জানতে পুলিশ শুরু করেছে তদন্ত।