#ভয়াবহ অগ্নিকাণ্ড লেকটাউনের ভিআইপি টাওয়ারের ফ্ল্যাটে।
মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনা লেকটাউনের ভিআইপি টাওয়ারের ফ্ল্যাটে। ঘটনার খবর পেয়ে তড়িতড়ি ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল বাহিনীর অনুমান শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুজিত বসু জানান, ‘দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘক্ষণ প্রচেষ্টারের পর নিয়ন্ত্রণে আসে আগুন। এই ফ্ল্যাটে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না ঠিকঠাক। তদন্তের নির্দেশ দিয়েছি’। ঘটনায় পুড়ে ছাই ফ্ল্যাটে থাকা বেশ কিছু আসবাবপত্র। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।