#ব্রাউন সুগার তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার ২ কারবারিক।।
ব্রাউন সুগার তৈরির সরঞ্জাম ও নগদ প্রায় ১১ লক্ষ টাকা সহ দুইজনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতরা হল রাকিবুল শেখ (২০) ও হাবিবুল্লাহ শেখ (১৮)। দুইজনের বাড়ি কালিয়াচকের মোজমপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে বলে জানা গেছে।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালায় মোজমপুর এলাকার নারায়ণপুর গ্রামের মণ্ডল আকরাম শেখের বাড়িতে। অভিযানে আকরাম শেখের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় পাঁচ কেজি সোডিয়াম কার্বোনেট পাউডার, নগদ টাকা, চারটি মোবাইল, তিনটি কালো রঙের পলি প্যাকেট। সেই সঙ্গে ব্রাউন সুগারের দুইজন কারবারিকে গ্রেপ্তার করা হয়। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।