#বৌমাকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার শ্বশুর।।
বৌমাকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতের নাম নুর ইসলাম (৪৮)। বাড়ি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা এলাকায়। জানা গেছে, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বৌমার ঘরে ঢোকে শ্বশুর। এরপর বৌমাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তৎক্ষণাৎ শ্বশুর সেখান থেকে পালিয়ে যায়। এরপর নির্যাতিতা হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শ্বশুরকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।