#বৌদিকে গুলি করে খুন, অভিযোগ দেওরের বিরুদ্ধে।।
বৌদিকে গুলি করে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে কিশনগঞ্জের কোচাধামন থানার রহমতপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রের জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মহম্মদ সাকলেন (৩৫) নামে এক যুবক তার বৌদি রুবি বেগম (২২)-কে বাড়ির ভিতরে ঢুকে গুলি করে খুন করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। এরপর স্থানীয়রা খবর দেয় পুলিশে। খবর পেয়ে কিশনগঞ্জ সদর থেকে ডিএসপি (সদর) অজিতপ্রতাপ সিং ও কোচাধামন থানার ভারপ্রাপ্ত ওসি অঞ্জনী কুমার ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। মৃতার স্বামী মহম্মদ ওকিল। তিনি পঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাঁকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।