#বৈষ্ণবনগরে ধারালো অস্ত্র সহ দুই দুষ্কৃতী গ্রেপ্তার।।
ধারালো অস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। বৈষ্ণবনগরের মান্ডাই বাঁধ এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতরা হল মিঠুন মণ্ডল (৩৪) ও কালু মণ্ডল (৩১)। দু’জনেরই বাড়ি বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার চর সুজাপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে এলাকায় জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় হাঁসুয়া, লোহার রড, চাকু সহ বেশ কিছু ধারালো অস্ত্র। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে জানা গেছে।