#বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে, গ্রেপ্তার ১০জন।।
বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করল পতিরাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে পারপতিরাম, বোল্লা, পাগলিগঞ্জ, নাজিরপুর, কামালপুর ইত্যাদি এলাকা থেকে এই দশজনকে বেআইনি মদ কারবারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশের অভিযানে আরও বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ধৃতদের মঙ্গলবার দুপুরে বালুরঘাট আদালতে পাঠায়।
পতিরাম থানার ওসি সৎকার স্যাংবো জানান, তীব্র শীতের মধ্যেও দিনে রাতে যেকোনও সময় পুলিশ বেআইনি মদ, ইভটিজিং, জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জোরদার অভিযান চালাবে। শীত তীব্র হলেও এসব অবৈধ কাজের বিরুদ্ধে পতিরাম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।