#বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২ ।।
সামনেই পঞ্চায়েত ভোট। জোরকদমে প্রচারে নেমে পড়েছে শাসক বিরোধী সবপক্ষই। নির্বাচনী আবহে তপ্ত হচ্ছে বাংলার মাটি। এরই মধ্যে ফের বীরভূমে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে, বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে ২ সন্দেহভাজন ব্যক্তিকে নানুরের কাখুরিয়া মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম জাপান মল্লিক ও রাজু শেখ।
তাঁদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। মোট দশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এছাড়াও ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একুশ রাউন্ড কার্তুজ, চারটি বড় অস্ত্র ও ছটি ছোট অস্ত্র। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়।
ধৃতদের আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে কি কারণে মজুত করা হয়েছিল এই আগ্নেয়াস্ত্র, কোথা থেকেই বা আনা হয়েছিল তা এখনও জানা যায়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।