#বিহারের ইটভাটায় বিস্ফেরণ, মৃত ৬ শ্রমিক।।
বিহারের ইটভাটায় বিস্ফোরণ। জানা গেছে, মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ শ্রমিকের। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার পূর্ব চম্পারন জেলার মোতিহারিতে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিন মোতিহারির রামগড়বা থানা এলাকার নারিরগির অঞ্চলে একটি ইটভাটার চিমনিতে বিস্ফোরণ হয়। সেখানে কমপক্ষে কয়েক হাজার শ্রমিক কাজ করতেন। শুক্রবার বিকেলে যখন শ্রমিকেরা কাজ করছিলেন, সেই সময় আচমকা ইটভাঁটার ভিতরে বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পৌঁছায় পুলিশও। ভেঙে পড়া ইটভাটা থেকে আহতদের উদ্ধার করে পুলিশ এবং এসডিআরএফ। পৌঁছেছে দমকল।
জানা গিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ থেকে ১২ জন। ইটভাঁটার ধ্বংসস্তূপের নীচে আরও শ্রমিকের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে নিহতদের দেহ। আহতদের উদ্ধার করে রক্সৌলের হাসপাতালে ভর্তি করা হয়। এখনও উদ্ধারকাজ চলছে বলে খবর। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আহতদের যথাযথ চিকিৎসা ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি।