#বিশ্বজিৎ বর্মনকে সংবর্ধনা জানালো, মাটিগাড়া ব্লক টু তৃণমূল কংগ্রেসের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি রবি অধিকারী।
61 সিনিয়র ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ 2023 এ পশ্চিমবঙ্গের তৃতীয় স্থান দখল করল মাটিগাড়ার বিশ্বজিৎ বর্মন। তাকে উৎসাহ করতে সংবর্ধনা জানালো, মাটিগাড়া ব্লক টু তৃণমূল কংগ্রেসের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি রবি অধিকারী। আজ মাটিগাড়া খাপরাল মোড়ে একটি জিম সেন্টারে তাকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি যুবসমাজকে বার্তা দেওয়া হয় শরীর চর্চা নিয়ে। বিশ্বজিৎ বর্মন জানান ৬ বছর শরীর চর্চা করে ২৪ পরগণায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনি প্রথমবার এই জয় লাভ করেন এবং সেখানে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তার এই জয়ে খুশি তার পরিবার সহ এলাকার মানুষজন।