#বিয়ের প্রস্তাব নাকচ করায় কিশোরীকে খুনের হুমকি, গ্রেফতার এক যুবক।।
বিয়ের প্রস্তাব নাকচ করায় কিশোরীকে খুনের হুমকি দেয় এক যুবক। উত্তর প্রদেশের কানপুরে এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানপুরের বাসিন্দা মহম্মদ ফৈয়াজ নামে এক যুবক বছর ১৭-র কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয়। স্কুলে যাওয়ার সময় প্রায় প্রতিদিনই ফৈয়াজ ওই কিশোরীকে উত্যক্ত করত। বিয়ে না করলে ফল ভালো হবে না বলে হুমকি দিত ফৈয়াজ বলে জানা গেছে।
ফৈয়াজের প্রস্তাব নাকচ করে দেওয়ায় কিশোরীকে খুনের হুমকি দেয় ফৈয়াজ । এমনকি ওই কিশোরীকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে ফেলারও হুমকি দেয় ফৈয়াজ। এরপরই কিশোরীর পরিবার ফৈয়াজের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ মহম্মদ ফৈয়াজকে গ্রেপ্তার করে। এবং তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।