#বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতা।।
উত্তর ২৪ পরগনার ভাঙড়ের এক তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। দীননাথ নস্কর নামের ওই প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন এক মহিলা। শনিবার ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। বর্তমানে তিনি বিয়ের কথা বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওই মহিলার। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪১৭, ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই ভাঙড়ে থাকেন ওই মহিলা। কাজের সূত্রেই দীননাথের সঙ্গে পরিচয় হয় তাঁর। তার পর তাঁদের মধ্যে আলাপ জমে ওঠে। ইতিমধ্যে ওই তৃণমূল নেতা তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি অভিযোগকারীদের। প্রায় দিনই হোটেল বা রেস্তোরাঁয় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করতে তাঁকে দীননাথ বাধ্য করতেন বলে অভিযোগ। দিনের পর দিন শারীরিক সম্পর্ক করার পর সম্প্রতি বিয়ের দাবি জানিয়েছিলেন ওই মহিলা। কিন্তু তা জানাতেই অভিযুক্ত তৃণমূল নেতা তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। এর পরই থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত দীননাথ নস্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি। ফোনে তিনি জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি নেতার।