#বিমানে ওঠার আগে প্রায় ২০কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১জন।।
২০ কেজি ৭০০ গ্রাম গাঁজা নিয়ে রবিবার বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উড়ানে ওঠার আগে ধরা পড়ল অনন্ত গ্রোভার নামে ১ জন। তার বাড়ি নিউ দিল্লির জানপুরা এক্সটেনশনে। অনন্ত গ্রোভারের দাবি গাঁজা কোচবিহার থেকে দিল্লি নিয়ে যাচ্ছিল ওষুধ তৈরির জন্য। যদিও ওষুধ তৈরির জন্য গাঁজা নিয়ে যাওয়ার কোনও কাগজ দেখাতে পারেনি সে।
বিমানবন্দর এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ইন্ডিগোর উড়ানে দিল্লি যাবার জন্য ব্যাগ সিকিউরিটি স্ক্যানে দিতেই গাঁজা পাচারের বিষয়টি ধরা পড়ে যায়। ধৃতের কাছ থেকে ২০ কিলোর বেশি গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা। । বিমান সংস্থার কর্মীরা বিমানবন্দর ফাঁড়ির পুলিশকে জানালে পুলিশ দুজনকে বাগডোগরা থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, ধৃতকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করা হয়েছে। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।