#বিপুল পরিমাণ গাঁজা সহ এক মহিলাকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ।।
গাঁজা পাচার চক্রের এক মহিলাকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের কাছে খবর ছিল গাঁজা পাচার চাক্রে জড়িত রয়েছে এক মহিলা। ছোট ছোট গাঁজার প্যাকেট বানিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিত সে।
এই খবর পাওয়ার পর অবশেষে শুক্রবার রাতে মিলল সাফল্য। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অন্তর্গত শুটকি বাজার থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই মহিলার নাম জগোতর সাহানী। ওই মহিলার বয়স ৫০ বছর। মাটিগাড়া থানার অন্তর্গত শুটকি বাজার এলাকার বিগুণ বাগান চা বাগানের বাসিন্দা সে।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মাটিগারা থানার পুলিশ শুক্রবার রাতে ওই মহিলার বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করে। দুটি বড় প্যাকেটে প্রায় সাড়ে দশ কেজি গাঁজা ও পাশাপাশি ছোট ছোট ১০০টি গাঁজার পাউচ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তর কাছ থেকে কিছু নগদ টাকাও উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্ত মহিলাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। এই চক্রে আরও কেও জড়িত রয়েছে কি না তার খোঁজে তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানা।