#বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যাক্তি গ্রেপ্তার।।
বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শামীম শেখ। বাড়ি বৈষ্ণবনগরের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সোলেমান বিশ্বাস পাড়ায়। বৃহস্পতিবার ভোররাতে পুলিশ ওই গ্রাম পঞ্চায়েতের চর সুজাপুর মাঠের পাশে অভিযান চালায়। পুলিশের কাছে খবর আসে কলিয়াচক এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ওই মাঠের রাস্তা দিয়ে সীমান্ত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য বাইক নিয়ে এক পাচারকারী যাচ্ছে।
খবর পাওয়া মাত্র পুলিশ অভিযান চালিয়ে বাইকটিকে আটক করে। পাচারকারীর তল্লাশি চালাতেই একটি ব্যাগ থেকে ৭,২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। বৈষ্ণবনগর থানার আইসি নিমসেরিং ভুটিয়া জানান, ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যাক্তির কাছ থেকে ৭২০০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে । ধৃতকে এদিন মালদা জেলা আদালতে পেশ করা হয়।