#বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশ।।
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে। সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে।
জানা গেছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ চাম্পাহাটি এলাকা থেকে জাহাঙ্গীর লস্কর ও শহিদুল মণ্ডল নামে দুই কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল, ছয় রাউন্ড তাজা কার্তুজ সহ অন্যান্য ডাকাতির সরঞ্জাম।
ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এই অস্ত্র কী কারণে মজুত করেছিল দুষ্কৃতীরা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।কোনও ডাকাতির উদ্দেশে এই অস্ত্র মজুত করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে এই দুই ধৃতের সঙ্গে কোনও অস্ত্রপাচার চক্রের যোগাযোগ আছে কিনা সে ব্যাপারে খোঁজখবর শুরু করেছে পুলিশ। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও বড় তথ্য পাওয়া যাবে বলে ধারণা পুলিশের।