#বিপুল পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ ও ক্যাপসুল সহ এক যুবক গ্রেফতার।।
শহরকে মাদকমুক্ত করতে দিনরাত কাজ করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা। ফের বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা, বিপুল পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ ও ক্যাপসুল সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত যুবক মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের রায় কলোনির বাসিন্দা বলে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম রোশন বর্মণ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত রওশন বর্মণ বোতল কোম্পানী রোডে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ ও ক্যাপসুল সরবরাহ করতে যাচ্ছিল, তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ জানান যে মাদক ব্যবসায়ীদের হয় ভক্তিনগর থানা এলাকা ছেড়ে চলে যেতে হবে, অন্যথায় তার স্থান জেলের ভিতরে ।
অভিযুক্ত যুবক রোশন বর্মনকে পুলিশ গ্রেপ্তার করেছে, নিষিদ্ধ কাশির সিরাপ এবং ক্যাপসুলও বাজেয়াপ্ত করা হয়েছে তার কাছ থেকে। এনডিপিএস আইনে মামলা রুজু করার পর ওই যুবককে জলপাইগুড়ি আদালতে তোলা হবে ।