#বিডিও অফিসের আধিকারিকের সই জাল করার অভিযোগে, গ্রেফতার ঠিকাদার।।
আসানসোল রানিগঞ্জ ব্লকের বিডিও অফিসের এক আধিকারিকের সই জাল করে ক্রেডেনশিয়াল সার্টিফিকেট তৈরির অভিযোগে এক ঠিকাদারকে গ্রেপ্তার করল পুলিশ। ঠিকাদারের নাম সুমন চট্টোপাধ্যায়। রানিগঞ্জের জেমারি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন তাকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়।
জানা গিয়েছে, ইসিএলের একটি টেন্ডার পাওয়ার জন্যই ওই ব্যক্তি বিডিও দপ্তরের বরাত পাওয়া কাজ সম্পূর্ণ করেছে, এমন কথা জানাতে এই ক্রেডেনশিয়াল সার্টিফিকেট ব্যবহার করেছিল। অভিযোগ, সেই সার্টিফিকেটে পঞ্চায়েত সমিতির লেটার হেড ব্যবহার করে ও এক জুনিয়র ইঞ্জিনিয়ারের সই জাল করার পাশাপাশি স্ট্যাম্পের জালিয়াতি করা হয়।
সেই সার্টিফিকেট ইসিএল কর্তৃপক্ষের কাছ থেকে বিডিও আধিকারিকের হাতে আসে। তখন তিনি এই জালিয়াতির বিষয়টি বুঝতে পারেন। এরপর তিনি সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের করেন রানিগঞ্জ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ ওই ব্যক্তিকে আসানসোলের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে। কিন্তু কিভাবে বিডিও অফিসের এক আধিকারিকের সই জাল করে এই প্রতারণা করছিল, সে বিষয়ে জানতে তাকে জেরা করা হচ্ছে।