#বিএসএফ এর গুলিতে মৃত্যু হল এক ব্যাক্তির ।
বিএসএফ এর গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর।শনিবার সকালে দিনহাটা থানার অন্তর্গত গিতালদহ -২ গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম প্রেম বর্মন। বাড়ি গিতালদহ -২ গ্রাম পঞ্চায়েতের ভারবান্দা গ্রামে বলে জানা গেছে।
বিএসএফ তরফে জানানো হয় যে ওই ব্যক্তি পাচার করে যখন ফিরছিল সেসময় বিএসএফ এর সঙ্গে তার ঝামেলা বাধে। ওই ব্যক্তি বিএসএফ জওয়ানদের উপর হামলা করলে বিএসএফ গুলি চালায়।এরফলে মৃত্যু হয় ওই ব্যক্তির। এদিকে মৃতের পরিবারের দাবি, সে একজন তামাক চাষি। জমিতে তামাক চাষ করতে গিয়েছিল তখনই বিএসএফ গুলি চালয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।