#বালুরঘাট সীমান্তে উদ্ধার ২১টি বাংলাদেশি পাসপোর্ট।।
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার ২১ টি বাংলাদেশি পাসপোর্ট। পাসপোর্টের সঙ্গে উদ্ধার হয়েছে ২৬ বোতল নিষিদ্ধ কাফ সিরাপের বোতলও। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় BSF-র ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। অভিযানে BSF পাসপোর্ট ও ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়। তবে পাচারকারী পলাতক বলে জানা গেছে। উদ্ধারকৃত সমস্ত জিনিস বালুরঘাট থানার হাতে তুলে দেয় BSF।
পাসপোর্টের সাহায্যে ভারতে অনুপ্রবেশের ছক কষেছিল কোনও গোষ্ঠী, বলে মনে করা হচ্ছে। তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। সীমান্তে BSF-র কড়া নজরদারির কারণে ধরা পড়ল একাধিক বাংলাদেশি পাসপোর্ট ও নিষিদ্ধ কাফ সিরাপ।
যদিও পাসপোর্ট পাচারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি BSF। BSF-র ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের তরফে জানানো হয়েছে, একদল পাচারকারী সানাপাড়া BOP এলাকা দিয়ে ওই পাসপোর্ট গুলি পাচারের চেষ্টা করে। কিন্তু তার আগে খবর পেয়ে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় এবং পাসপোর্ট ও ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়। তবে কোন পাচারকারীকে আটক করা যায়নি।