#বালুরঘাটের বিডিওকে চেয়ার ছুড়ে মারার ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বিজেপি নেতা।।
বালুরঘাটের বিডিওকে চেয়ার ছুড়ে মারার অভিযোগ ওঠে বিজেপি নেতা সুভাষ সরকারের বিরুদ্ধে। এদিন বালুরঘাটের বিডিওকে চেয়ার ছুড়ে মারার ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বিজেপি নেতা সুভাষ সরকার। রাতভর তল্লাশির পর জেলা বিজেপি দপ্তর সংলগ্ন বালুরঘাট জলযোগ মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাঁকে শারীরিক পরীক্ষার পর বালুরঘাট জেলা আদালতে তোলা হবে।
অন্যদিকে, এদিন বালুরঘাট এসডিও অফিসের সামনে আন্দোলনে নামেন বিজেপির জেলা নেতৃত্বরা। বালুরঘাটের বিডিওর অপসারণের দাবিতেই এই আন্দোলন চলবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে।