#বাধা পেরিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন দৃষ্টিহীন পরীক্ষার্থীরা।।
আজ থেকে শুরু হল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা 2023। এবছর পরীক্ষা দিলেন দুইজন দৃষ্টিহীন ছাত্র ছাত্রী।
জানা গেছে, দুজনেই সন্তোষিনী বিদ্যাচক্র হাই স্কুলের ছাত্র ছাত্রী। ভিমবার দৃষ্টিহীন বিদ্যালয়ে থাকে তারা।
এদিন দৃষ্টিহীন পরীক্ষার্থীদেরকে ভিমভার স্নেহাশ্রম দৃষ্টিহীন বিদ্যালয় থেকে গাড়িতে করে আমবাড়ি বিদ্যালয়ে তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এদিন পড়ুয়ারা জানায়, ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা হলেও রেকডিং শুনে পরীক্ষার প্রস্তুতি নিতে হয়েছে। রাইটারের ওপর নির্ভর করে পরীক্ষা কেমন হবে। তবে দৃষ্টিহীন পড়ুয়াদের আরও সুযোগ সুবিধা থাকলে তাদের ভালো হত বলে মত শিক্ষক আশীষ দাস জানান।