বাড়ির মালকিনকে গণধর্ষণ, গ্রেপ্তার ৫ জন।।
বাড়ির মালকিনকে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল চার ব্যক্তির বিরুদ্ধে। পাশাপাশি ধর্ষণে মদত দেওয়ার অভিযোগ ভাড়াটিয়া এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছত্তারপুর জেলায়। নির্যাতিতাকে ৬ দিন ধরে একটি ঘরে আটকে রেখে শারীরিক অত্যাচার চালায় বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভাড়াটিয়া মহিলা সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করে ছত্তারপুর অরচা রোড থানার পুলিশ।
জানা গিয়েছে, নির্যাতিতা অভিযুক্ত ভাড়াটিয়া মহিলার কাছ থেকে টাকা পেতেন। সেই টাকা চাইতে গেলে অভিযুক্ত মহিলা বাড়ির মালকিনকে ছত্তারপুরে ডেকে পাঠায়। সেখানে যেতেই মালকিনকে চার ব্যক্তি তুলে নিয়ে যায়। তারপর ৬ দিন একটি ঘরে আটকে রেখে গণধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি অভিযুক্ত মহিলাও তাঁর সঙ্গে অস্বাভাবিক আচরণ করে বলে অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।