#বাড়ির কুয়ো থেকে উদ্ধার মা ও সন্তানের মৃতদেহ ।।
আত্মঘাতী বীরভূমের মোহাম্মদপুর বাজারের এক গৃহবধূ। বাড়ি থেকে উদ্ধার সুইসাইড নোট। মৃতদেহ উদ্ধার হয় কুয়ো থেকে। দু বছরের ছেলেকে কোমরের সঙ্গে গামছা দিয়ে বেঁধে কুয়োতে ঝাপ দেয় গৃহবধু। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ২ বছরের ছেলে উৎপলকে নিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যান ওই গৃহবধূ। গ্রাম ও তার আশেপাশে তাঁর খোঁজ শুরু করে পরিবার। কিন্তু কোথাও তাঁকে পাওয়া যায়নি। এরপর পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
অবশেষে বাড়ির কুয়ো থেকে উদ্ধার হয় গৃহবধূ এবং তার সন্তানের মৃতদেহ। উদ্ধার হয় একটি সুইসাইড নোট। তাতে লেখা ,’আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার স্বামী বা শ্বশুরকে যেন দায়ী না করা হয়। কঙ্কালীতলা শ্মশানে আমার দেহ দাহ করা হোক।’ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। শুরু হয়েছে তদন্ত।