#বাড়ির উঠোনে পায়ের তলায় এক বৃদ্ধকে পিষে মারল হাতি।।
বাড়ির উঠোনেই এক বৃদ্ধকে পিষে মারল হাতি। সোমবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাদারিহাটের পূর্ব খয়েরবাড়ির হলং বস্তিতে। মৃত ব্যক্তির নাম বাবলু মির্ধা(৬৫)। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকা জুড়ে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ১২টা নাগাদ জলদাপাড়া জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি চলে আসে হলং বস্তিতে। হাতির উপস্থিতি টের পেয়ে স্থানীয় বাসিন্দা সঞ্জয় মির্ধা ঘরের বাইরে বেড়িয়ে এসে তিনি প্রতিবেশী অম্রিত লামাকে ডাকতে যান। এরপর ঘর থেকে বেড়িয়ে আসেন সঞ্জয়ের বাবা বাবলু মির্ধাও। আর সেই সময়ই বাবলুবাবু পড়ে যান হাতির সামনে। আর মুহূর্তের মধ্যে হাতি তাঁর ওপর আক্রমণ করে। প্রথমে হাতিটি পাশের বাড়ির উঠোনে তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে। পরে হাতিটি দৌড়ে এসে পা দিয়ে পিষে দেয় বাবুল মির্ধাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এরপরই প্রতিবেশীরা ঘটনাস্থলে আসতেই উন্মত্ত হাতিটি জঙ্গলের দিকে চলে যায়। জলদাপাড়া জাতীয় উদ্যানের বনাধিকারিক দীপক এম জানান ওই পরিবার সরকারি নিয়মে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়।