#বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার জিনিস চুরি! গ্রেফতার ৩ জন।।
বাড়িতে ঢুকে সাড়ে চার লক্ষ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে পালালো ৩ জন। এই ঘটনার অভিযোগে তিন বোনকে গ্রেপ্তার করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। ধৃতদের বয়স যথাক্রমে ২৮, ৩০ এবং ৩৫। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শুক্রবার তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, ৩ বোন মিলে গত সপ্তাহে মুম্বইয়ের একটি বাড়ি থেকে সোনার গয়না এবং নগদ সাড়ে চার লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়। এরপর বাড়ির মালিক ঘটনার অভিযোগ দায়ের করে কস্তুরবা মার্গ থানায়। ঘটনার তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চ ওই বাড়ির সামনে রাস্তার একটি সিসিটিভি ফুটেজ দেখে তিন মহিলাকে চিহ্নিত করে। অবশেষে শুক্রবার তাদের গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর তারা নিজেদের অপরাধ স্বীকার করে নেয়। তাদের থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭০ শতাংশ চুরি হওয়া গয়না।