#বাগডোগরার গোঁসাইপুর এলাকায় উদ্ধার ১২ ফুট লম্বা অজগর।।
রবিবার বিকেলে বাগডোগরার গোঁসাইপুর এলাকায় উদ্ধার হয় ১২ ফুট লম্বা অজগর। এক নির্মিয়মান বহুতলে বিশালাকার অজগরটিকে দেখতে পান সেখানকার নিরাপত্তা কর্মীরা।এরপর সেই অজগরকে বস্তা থেকে বের করে ছবি তুলতে গিয়ে আহত হলেন এক যুবক। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে।
ঘটনার পর আহত যুবককে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বাগডোগরা বনদপ্তরকে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা পৌঁছে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়।