#বাইক রালির মধ্য দিয়ে প্রায় ৪ কোটি টাকার রাস্তা নির্মাণ এর কাজের উদ্বোধন করলেন বিধায়ক গৌতম পাল।।
বাংলার মুখ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপেরনায় এবং পঞ্চায়েত দফতরের আর্থিক সহায়তায় করনধিঘি বিধানসভার এলাকার রসাখোয়া ২ নং গ্রাম পঞ্চায়েত উওর খন্তা থেকে বরদহি সাড়ে ৫ কিলোমিটার রাস্তা ৩ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার ৮৬৯ টাকায় ব্যয় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার রসাখোয়া ২নং গ্রাম পঞ্চায়েত উওর খন্তা PMGSY রাস্তা থেকে বরদহি PMGSY রাস্তা নিমাণ কাজের বাইক রেলির মাধোমে উদ্বোধন করলেন করণদিঘী বিধায়ক গৌতম পাল, রসাখোয়া ২ নং গ্রাম পঞ্চায়েত উওর খন্তা থেকে প্রায় ৫00 জন তৃণমূল কর্মী সহ বিধায়ক মোটর সাইকেল রেলি করে বরদহি প্রাথমিক বিদ্যালয়ের পৌঁছে আজ এই রাস্তা উদ্ভোধন করেন
এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘী বিধায়ক গৌতম পাল, করণদিঘী ব্লকের বিডিও নীতীশ তামাং, পঞ্চায়েত সমিতির সভাপতি কামারুজামান সহ করণদিঘীর থানার আইসি পলাশ মহন্ত এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
করণদিঘী বিধায়ক গৌতম পাল বলেন, ৩ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার ৮৬৯ টাকায় সাড়ে পাচ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়।