#বাইকের সঙ্গে ধাক্কা চিকিৎসকের গাড়ির। ঘটনায় চাঞ্চল্য।।
চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের কাছে।
জানা গিয়েছে, মঙ্গলবার শিশু চিকিৎসক সুবল দত্ত গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় একটি বাইক সুবলবাবুর গাড়ির সামনে চলে আসে। কোনওক্রমে ব্রেক কষতেই বাইকটির পেছনে সামান্য ধাক্কা লাগে চিকিৎসকের গাড়ির। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমে দুই যুবক সুবলবাবুর ওপর চড়ান হন। শার্টের কলার ধরে তাঁকে গাড়ি থেকে টেনে নামান অভিযুক্তরা। এমনকি, চিকিৎসকের গলা টিপে ধরা হয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছুটে আসে আসে পাশের লোকজন।
ঘটনাস্থলে ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা এসে চিকিৎসককে উদ্ধার করেন। এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। এরপর পুলিশ এসে ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এরপর পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান আক্রান্ত চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।