#বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়ায় অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত ৪ পুলিশকর্মী।।
শুক্রবার গভীর রাতে ফাসিদাওয়ার কালুজোত এলাকায় অভিযানে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছু দিন আগে গুরু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশীকে গ্রেফতার করেছিল ফাসিদেওয়া থানার পুলিশ। ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশীকে আশ্রয় দেওয়ার তথ্য পায় পুলিশ। সে তথ্য পেয়ে গত কাল রাতে কালুজোত এলাকায় অভিযান চালানো হয় এবং সেখানে আক্রান্ত হয় এক এস আই সহ ৪ পুলিশ কর্মী। পুলিশের ওপর চড়াও হয় এলাকাবাসীরা। ঘটনার পর আহত পুলিশ কর্মীদের ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল মোহামেদ রাহুল ও মোহামেদ হার্নুজ। এ বিষয়ে দার্জিলিং জেলা অতিরিক্ত পুলিশ সুপার জানান পুলিশ তদন্তে গিয়ে বাধার সম্মুখীন হয় এবং পরে দুজন কে গ্রেফতার করা হয়।ধৃতদের আজ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।