#বাঁশঝাড়ের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার।।
বাঁশঝাড়ের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ থানার মালঞ্চা এলাকায়। বুধবার সকালে দেহটি উদ্ধার করে পুলিশ। মৃতের গলায় মাফলার প্যাঁচানো ছিল বলে জানা গেছে। তা থেকে অনুমান করা হচ্ছে, যে ওই ব্যক্তিকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়, পরে কোনও ভারী বস্তু দিয়ে তাঁর মুখ থেঁতলে দেওয়া হয়। তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই মৃত ব্যাক্তিকে ঘটনাস্থলে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন রয়েছে। তা থেকে বোঝা যাচ্ছে যে, অন্যত্র খুনের পর দেহটি সেখানে টেনে নিয়ে আসা হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।