#বহুতল থেকে পড়ে মৃত্যু বিমানসেবিকার, গ্রেফতার বয়ফ্রেন্ড।।
বহুতল আবাসনের চার তলা থেকে পড়ে মৃত্যু এক বিমান সেবিকার। এই মৃত্যু ঘিরে একাধিক রহস্য দানা বেঁধেছে। তাঁর মৃত্যুর পর সোমবার অর্চনার বয়ফ্রেন্ড গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। অর্চনাকে ধাক্কা দিয়ে চারতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে আদেশের বিরুদ্ধে।
হিমাচল প্রদেশের বাসিন্দা ২৮ বছর বয়সী অর্চনা ধিমান। কর্মসূত্রে এখন বেঙ্গালুরুতেই বসবাস। শনিবার কোরমঙ্গলাতে রেণুকা রেসিডেন্সির চারতলা থেকে পড়ে মারা যান যুবতী। এই অ্য়াপার্টমেন্টে থাকতেন তাঁর বয়ফ্রেন্ড আদেশ। মৃতের বাবা পুলিশে আদেশের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতেই সোমবার আদেশকে গ্রেফতার করে পুলিশ। শনিবারই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আদেশ দাবি করেন, এই মৃত্যুতে তাঁর কোনও হাত নেই। শুক্রবার রাতে তাঁরা কোরমোঙ্গলার ফোরাম মলে একটি সিনেমা দেখতে গিয়েছিলেন। তারপর বাড়ি ফিরে গভীর রাতেই দু’জনের মধ্যে বচসা বাঁধে। তারপর শনিবার অর্চনা অ্য়াপার্টমেন্টে থেকে নীচে পড়ে যান।
সঙ্গে সঙ্গেই পুলিশকে ফোন করে গোটা ঘটনা জানান আদেশ। সঙ্গে সঙ্গে অর্চনাকে হাসপাতালে নিয়েও যাওয়া হয়। তবে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই খুনের মামলায় তদন্ত জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুনের পিছনে আদেশের কোনও হাত ছিল কি না তার কূল কিনারা পেতে তাঁকে গ্রেফতারও করেছে পুলিশ।