#বর্ধমানের কাছে পাথর ছোড়ার অভিযোগ উঠল বন্দে ভারত এক্সপ্রেসে।।
ফের সোমবার পাথর ছোড়ার অভিযোগ উঠল বন্দে ভারত এক্সপ্রেসে। রেল সূত্রে জানা গেছে, সোমবার বর্ধমানের কাছে চন্দনপুরে ঢিল ছোড়া হয়। ক্ষতিগ্রস্ত ট্রেনের সি-৫ কোচের জানালা। বারবার বাংলার সেমি হাইস্পিড ট্রেনে হামলার ঘটনায় প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যদিও এবিষয়ে রেলের তরফে জানানো হয়, তাদের কাছে এবিষয়ে এখনও কোনও খবর আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান রেল কতৃপক্ষ।
যাত্রা শুরুর দিন থেকে শিরোনামে বন্দে ভারত এক্সপ্রেস। বাংলার প্রথম বুলেট ট্রেন নিয়ে উৎসাহ, উদ্দীপনা এখন আতঙ্কে এসে দাঁড়িয়েছে। l