#বন্ধ লেভেল ক্রসিংয়ে ট্রাকের ধাক্কা, গেট ভেঙে বিঘ্ন রেল পরিষেবা।।
ট্রাকের ধাক্কায় লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে বিপত্তি। দীর্ঘক্ষণ বন্ধ থাকল ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এর গোরামোড় এলাকায়। রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ একটি বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শাহুডাঙ্গির লেভেল ক্রসিং এর গেটে ধাক্কা মারে। গেটটি তখন বন্ধ থাকায় ভেঙে যায়। একই সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জামেরও ক্ষতি হয়।
পাশাপাশি রেল লাইনের উপরে থাকা বৈদ্যুতিক তার ক্ষতি হয়। ঘটনার পর এলাকায় যান রেলকর্তারা। রেল কর্মীরা দ্রুততার সাথে লেভেল ক্রসিংয়ের গেট এবং বৈদ্যুতিক তারের মেরামত করার কাজ শুরু করেন। ফলে দূরপাল্লার ট্রেন গুলি আটকে পড়ে। প্রায় ঘণ্টা দুয়েক পর পরিষেবা স্বাভাবিক হয়। অন্যদিকে রেল সূত্রে খবর রেলের সুরক্ষা অনুযায়ী ওই ট্রাকের চালকের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।