#বন্ধ ঘর থেকে মিললো মহিলার মৃতদেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য।।
উত্তরপ্রদেশের নয়ডার একটি বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বেশ কিছুদিন যাবত আগেই মৃত্যু হয়েছে ওই গৃহবধুর। নয়ডার সেক্টর ৫৮ পুলিশ স্টেশন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ওই মহিলার স্বামীর তল্লাশি চালাচ্ছে।
পুলিশের তরফে জানানো হয়, এই হত্যাকান্ড অন্তত ১ সপ্তাহ আগে ঘটেছে। মৃত মহিলার প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে তাঁরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে মহিলার মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনাস্থলে তদন্ত চলে ফরেনসিক টিমের। মহিলার পরিবারের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার তদন্তের পাশাপাশি পুলিশ মহিলার স্বামীর খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।