#বন্দে ভারত এক্সপ্রেসে এবার আপনার কাছেই চলে আসবে ডাস্টবিন।।
বন্দে ভারত এক্সপ্রেসের পরিষ্কারের নিয়মে আনা হয়েছে বদল। এবার থেকে সিটে বসেই আবর্জনা ফেলতে পারবেন যাত্রীরা।
জানা গেছে, বন্দে ভারত এক্সপ্রেস আবর্জনা পড়ে থাকার কয়েকটি ছবি গতকাল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই বিষয়টি নজরে আসে রেল মন্ত্রকের। বিষয়টি নজরে আসার ২৪ ঘণ্টার মধ্যে শনিবারই আবর্জনা উৎপাদন ও সংগ্রহের ব্যবস্থায় পরিবর্তনের নির্দেশ দিলেন রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণ। বিমানে যেভাবে পরিষ্কার করা হয়। সেই একই প্রোটোকল মেনে যাতে এই ট্রেনেও সাফাই করা হয় তার উপর জোর দিয়েছেন তিনি।
রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণ জানান, একজন রেল আধিকারিক আবর্জনা সংগ্রহের জন্য একটি ব্যাগ নিয়ে ট্রেনের কোচে, কোচে ঘুরবেন। এবং যাত্রীদের আবর্জনা সেই ব্যাগে ফেলতে হবে।