#বক্সার জঙ্গলে বাইক নিষিদ্ধ, হাতির হামলায় মৃত্যু রুখতে সিদ্ধান্ত বন দপ্তরের।।
বক্সা টাইগার রিজার্ভ এলাকায় মোটরবাইকে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এদিন জলপাইগুড়ির গজলডোবায় পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে হাতির হানায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারের বনাঞ্চল এলাকায় পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করেছে প্রশাসন। পরীক্ষার্থীদের নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হবে না বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে এদিন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বক্সা ব্যাঘ্র প্রকল্পের এফডি অপূর্ব সেনের সঙ্গে বৈঠকও করলেন।